৭ মার্চ ২০২২ - ১৫:৪১
পেশোয়ারে সন্ত্রাসী হামলার নিন্দায় মাজমা’র বিবৃতি

পাকিস্তানের পেশোয়ার শহরে জুমআর নামাজ চলাকালীন সময়ে মসজিদ অভ্যন্তরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা) বিবৃতি প্রদানের মাধ্যমে পাকিস্তানের পেশোয়ার শহরে জুমআর নামাজ চলাকালীন সময়ে মসজিদ অভ্যন্তরে চালানো আত্মঘাতী সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার বিবৃতির মূল অংশ:

بسم الله الرحمن الرحیم

«انالله و انا الیه راجعون»

‘নিশ্চয়ই আমরা তাঁর জন্য এবং তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী’

ইসলাম ও মুসলমানদের শত্রুদের হাত আবারও তাকফিরী সন্ত্রাসীদের আস্তিন থেকে বেরিয়ে এসেছে। আবারও পাকিস্তানের পেশোয়ার শহরে জুমআর নামাজরত অবস্থায় অসহায় শিয়া মুসল্লিদের রক্তে লাল হয়েছে আল্লাহর ঘর। পেশোয়ার ইমামিয়া জামে মসজিদে চালানো এ সন্ত্রাসী হামলায় ৬০ জন নিরাপরাধ মুসল্লি শহীদ হয়েছেন। হৃদয়বিদারক এ হামলায় আহত হয়েছে কমপক্ষে ২০০ জন; যারা সকলেই ছিলেন আহলে বাইত (আ.)-এর অনুসারী।

ইতিহাস সাক্ষী যে, মহানবি (স.)-এর আনীত প্রকৃত ইসলাম ধর্ম এবং তাঁরই উত্তরসূরী আহলে বাইত (আ.)-এর রেখে যাওয়া শিক্ষানুযায়ী তাদের অনুসারীরা (শিয়ারা) কখনই সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল না।

পূর্বের যেকোন সময়ের চেয়ে বর্তমান প্রেক্ষাপটে, ইসলামের নৈতিক ও বুদ্ধিবৃত্তি ভিত্তিক দিকগুলোর প্রতি গুরুত্ব প্রদান এবং মুসলমানদের যৌথ শত্রুর (জায়নবাদ ও বিশ্ব সম্রাজ্যবাদ) মোকাবিলা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

আমরা আশাবাদী যে, পাকিস্তানের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব ও আলেমগণ, এ ধরনের ঘটনা ও হামলা রোধে এর সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। হামলায় শহীদগণের পরিবার ও বন্ধু প্রতীম দেশ পাকিস্তানের মুসলিম জনগণের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছে মাজমা। এছাড়া নৃশংস এ হামলায় শাহাদাত প্রাপ্তদের জন্য মহান আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করার পাশাপাশি ঘটনায় আহতদের জন্য মহান আল্লাহর নিকট তাদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদান কামনা করে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

ইসফান্দ-১৪০০

#176