‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৩ এপ্রিল ২০২২

১২:২৯:৩৭ PM
1250794

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনার নিন্দায় মাজমা’র বিবৃতি

এ পদ্ধতিতে মানুষের মাঝে বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিকে উস্কে দেয়া হলে, মানব সমাজে ক্ষোভ ও বিভাজনের আগুন প্রজ্বলিত করার পাশাপাশি তা স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের প্রতি অবমাননার কারণ হবে। আর এর ফল শুধুমাত্র চরমপন্থী ও উগ্রতাবাদীরাই ভোগ করবে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সুইডেনে উগ্রতাবাদী একটি দলের পবিত্র কুরআনের প্রতি অবমাননার ঘটনার নিন্দায় বিবৃতি প্রদান করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

 

বিবৃতির মূল অংশ:

বিসমিল্লাহির রহমানির রহিম

সুইডেনের একটি রাজনৈতিক দলের পবিত্র কুরআনের প্রতি অবমাননা বিশ্বের সমস্ত মুসলিম ও স্বাধীনচেতা মানুষের হৃদয়কে আহত করেছে; ন্যাক্কারজনক এ পদক্ষেপ পবিত্র রমজান মাসে গৃহীত হয়েছে যে মাসে অন্যান্য ধর্মের অনুসারীরা মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তাদের এ আকিদা ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধা জানায়।

প্রায় ২০০ কোটি মানুষের আকিদার প্রতি প্রকাশ্য এ হামলা এবং তাদের ঐশী গ্রন্থের প্রতি অবমাননা কোনভাবে সহনীয় নয়, এর বিপরীতে নিরব থাকা যায় না। এ পদক্ষেপ পূর্বে মহানবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম)-এর ব্যঙ্গচিত্র অঙ্কন ও তার অবমাননায় চলচ্চিত্র নির্মাণের ন্যায় ঘৃণ্য কর্মের পূনরাবৃত্তি।

এ ধরনের অযৌক্তিক ও উগ্রতাপূর্ণ কর্মকাণ্ড বর্ণবাদী এবং ঘৃণার জন্ম দেয়, যা মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে উস্কে দেওয়ার পাশাপাশি ঘৃণা ও সহিংসতা প্রসারের কারণ হবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আন্দোলনকে বিপন্ন করবে।

এ পদ্ধতিতে মানুষের মাঝে বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিকে উস্কে দেয়া হলে, মানব সমাজে ক্ষোভ ও বিভাজনের আগুন প্রজ্বলিত করার পাশাপাশি তা স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের প্রতি অবমাননার কারণ হবে। আর এর ফল শুধুমাত্র চরমপন্থী ও উগ্রতাবাদীরাই ভোগ করবে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা এ ঘৃণিত ও অমানবিক পদক্ষেপের নিন্দা জানিয়ে সুইডেন সরকার ও সংসদকে একটি আইন পাস করে কোন ধর্মের আকিদা ও গ্রন্থের প্রতি অবমাননাকে অপরাধ বলে গন্য করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের আহবান জানায়।

সুইডেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর এ সুস্পষ্ট নীতিকে স্বীকৃতি দেয়া এবং এর প্রতি সমর্থন ব্যক্ত করা উচিত যে, ‘বাকস্বাধীনতা’র অজুহাতে ঐশী কোন ধর্মের পবিত্র নিদর্শনগুলোর প্রতি অবমাননা করা যায় না।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা

৩১ ফারভারদিন ১৪০১ (ফার্সি সন)

#176