‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ আগস্ট ২০২২

৪:৪৮:১৩ PM
1301180

বন্যার মধ্যে, এমনকি যুদ্ধের মধ্যেও সমাবেশ চলবে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, শুধু বন্যা নয় বরং যুদ্ধের মধ্যেও তিনি রাজনৈতিক সভা-সমাবেশ চালিয়ে যাবেন। তিনি বলেছেন, ‘হাকীকি আজাদি’ বা বাস্তব স্বাধীনতার জন্য তিনি লড়াই করছেন।

ইমরান খান বলেন- দাবদাহ, বন্যা এমনকি যুদ্ধের মধ্যেও তার এই লড়াই অব্যাহত থাকবে। তিনি ঝিলামের জনসমাবেশে রাখা বক্তব্যে বলেন, পিটিআইয়ের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।  

সমাবেশে ইমরান খান আরও বলেন-“ সংবাদপত্র, বন্ধুপ্রতীম কিছু মিডিয়া, সাংবাদিক এবং একটি বিশেষ মিডিয়া হাউজ ব্যাপকভাবে এই প্রচারণায় নেমেছে। তারা সব সময়ই ‘চোরদের’ সুরক্ষা দিয়ে আসছে। তারা বলছে, এখন সভা সমাবেশ করার সময় নয়।”

বন্যার সময়ে রাজনীতিতে লিপ্ত আছেন- এমন কথা উড়িয়ে দিয়ে ইমরান খান বলেন, এই লড়াইকে তিনি হাকীকি আজাদি লড়াই বলবেন। 

ইমরান খান তার ভাষায় বলেন, “আমি ওইসব চোরদের বিরুদ্ধে যুদ্ধ করছি, যারা গত ৩০ বছর ধরে দেশ থেকে লুটপাট করছে। আমি আইনের প্রাধান্য দেয়ার জন্য লড়াই করছি। আমি এমন একটি দেশের জন্য লড়াই করছি, যা হবে ইসলামিক কল্যাণমূলক। বিরোধী পক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমি আমার দেশবাসীকে সাহায্য করবো। কিন্তু তোমাদের ছেড়ে দেবো না।”# 

342/