গতকাল ইউক্রেনের ওই ক্ষেপণাস্ত্রটি বেলারুশের ভেতরে ঢুকে পড়ে এবং দেশটির সামরিক বাহিনী তা ভূপাতিত করে।
বেলারুশের ব্রেস্ট অঞ্চলের সামরিক কমান্ডার ওলেগ কোনোভালোভ বলেন, গত মাসে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র যেভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে পোল্যান্ডের ভেতরে পড়েছিল, ঠিক সেভাবেই সম্ভবত এই ক্ষেপণাস্ত্রটি বেলারুশের আকাশে ঢুকে পড়ে। এ সত্ত্বেও বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার সাথে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনার আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছি এই কারণে যে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তখন থেকে বেলারুশ তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে রুশ সামরিক বাহিনীকে।#
342/