‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৮ মে ২০২৩

৬:৫৯:১১ AM
1366680

মুসলিম ঐক্যের ওপর আবারও জোর দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পবিত্র হজ্বের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাহর মধ্যে ঘনিষ্ঠতা ও ঐক্য জোরদার করা। আর এটা হতে হবে কুফরি, জালিম ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। এটা হতে হবে মানব মূর্তি ও মানব-বহির্ভূত মূর্তিসহ ঐসব জিনিসের বিরুদ্ধে যেগুলোকে ধ্বংস করতে পবিত্র ইসলাম ধর্ম এসেছে।

ইরানের হজ বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি আজ (বুধবার) এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, পবিত্র হজ্বে ইসলাম ধর্ম এটা তুলে ধরে যে, বিশ্বে বিদ্যমান জাতিগত ও ভৌগোলিক বৈষম্য গ্রহণযোগ্য নয়। বর্তমানে পাশ্চাত্যের দেশগুলো নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করলেও তারা কৃষ্ণাঙ্গ এবং শেতাঙ্গ, ইউরোপীয় এবং অ-ইউরোপীয় জাতি ইস্যুর মধ্যেই আটকে আছে। হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মানুষ সাগরে ডুবে মারা যাচ্ছে, কিন্তু তারা এটাকে পাত্তাই দিচ্ছে না। তাদের কাছে অন্য জাতির একজন প্রতিবেশীর চেয়ে একটা গৃহপালিত পশুর গুরুত্ব বেশি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইসলাম ধর্ম বাস্তবিক অর্থেই জাতিগত বৈষম্যের বিরোধী। হজ্বে কৃষ্ণাঙ্গ মানুষও আছেন, আবার শ্বেতাঙ্গ মানুষও আছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন সভ্যতার মানুষ একসঙ্গে হজ্ব পালন করেন, ঐতিহাসিক দিক থেকে তাদের একেক জনের শেকড় একেক রকম। হজ্ব এই বৈষম্যহীনতার ওপরই গুরুত্বারোপ করে।   

342/