‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৩ মে ২০২৩

৯:৪০:৪১ AM
1368027

হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধের অঙ্গীকার করল ইরানি পুলিশ

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গঙলিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েকজন সীমান্তরক্ষী শহীদ হওয়ার পর দেশের পুলিশ এই হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশে শহীদ পুলিশ সদস্যদের দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানের পুলিশ বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেযায়ি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, প্রতারিত লোকজন যারা শত্রুদের প্রদাঙ্ক অনুসরণ করছে তারা নিশ্চিতভাবে তাদের এই অপরাধযজ্ঞের যথোপযুক্ত জবাব পাবে।
গত শনিবার প্রদেশের সারাভান এলাকায় সশস্ত্র সন্ত্রাসী এবং ইসলামী বিপ্লব বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এই পাঁচ সীমান্তরক্ষী শহীদ হন।
এই হত্যাকাণ্ড সম্পর্কে ইরানি পুলিশের উপপ্রধান বলেন, দেশের পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ব্যাপারে অনেক বেশি দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি এও বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের কারণে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না।#

342/