‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ জুন ২০২৩

৩:১৬:১০ PM
1373259

ইউক্রেন নয় পাশ্চাত্যের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া: রাষ্ট্রদূত

আমেরিকার ও তার মিত্ররা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরান ও রাশিয়াকে কোণঠাসা করে রাখার যে নীতি গ্রহণ করেছে তা কোনোদিন সফল হবে না বলে মন্তব্য করেছেন তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভ। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পশ্চিমারা রাশিয়া ও ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে কিন্তু এই কাজটি অসম্ভব। ইরান ও রাশিয়াকে কোণঠাসা বা একঘরে করে রাখা যে সম্ভব নয় তা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি।”

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে বলে জানান রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, ইরানের সঙ্গেও রাশিয়ার বাণিজ্য ভালোরকম বেড়েছে।

ইউক্রেনে রাশিয়ার চলমান ‘বিশেষ সামরিক অভিযান’ সম্পর্কেও কথা বলেন তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, এটি কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার কোনো অভিযান নয় বরং পশ্চিমা শক্তি গোটা বিশ্বের ওপর নিজেদের ইচ্ছাশক্তি চাপিয়ে দেয়ার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে অভিযান।

দেদোভ বলেন, পশ্চিমারা ইউক্রেন সংঘাতে তাদের অবস্থানকে সঠিক এবং মস্কোর অবস্থানকে ভুল প্রমাণ করার ব্যাপক চেষ্টা করে যাচ্ছে। পক্ষান্তরে আমরা সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে মানুষকে অবহিত করার চেষ্টা করছি। আমরা একথা বোঝানোর চেষ্টা করছি যে, কে সঠিক পথে রয়েছে আর কে ভুল করছে। ইউক্রেন সংঘাতের পাশাপাশি পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ প্রশ্নে ইরানে ‘সঠিক উপলব্ধি’ বিরাজ করছে বলে রুশ রাষ্ট্রদূত মন্তব্য করেন।#

342/