‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৯ জানুয়ারী ২০২৪

৭:১৩:২৬ PM
1433537

ইসলামি ইতিহাসে আলী ইবনে আবি তালিব (আ.) ছাড়া কেউ রুকু অবস্থায় দান করেনি: আয়াতুল্লাহ মাকারেম শিরাজী

আয়াতুল্লাহিল উযমা মাকারেম শিরাজী বলেছেন, ইসলামই ইতিহাসে আলী ইবনে আবি তালিব (আ.) ছাড়া এমন কেউ নেই, যিনি রুকু অবস্থায় মহান আল্লাহর রাস্তায় দান করেছেন। তিনি আরও বলেন, মহান আল্লাহ নবী (সা.)-কে বলেছেন যে, আলীর (আ.) ভেলায়াত বা অভিভাবকত্বের বাণী যদি মানুষের কাছে না পৌঁছে দেওয়া হয়, তাহলে নবী (সা.)-এর মিশন অসম্পূর্ণ থেকে যাবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আয়াতুল্লাহিল উযমা মাকারেম শিরাজী গত ২৪শে জানুয়ারী দুপুরে আমিরুল মুমিনিন (আ.) হাওযা ইলমিয়ায় (ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) আয়োজিত একদল তরুণ আলেমের পাগড়ি প্রদান অনুষ্ঠানে বলেন, পবিত্র কোরআনে ভেলায়াতের বিষয়টি এসেছে। তবে, আমিরুল মুমিনীন আলী (আ.)-এর ভেলায়াত বা কর্তৃত্বের বিরোধিতাকারী বিদ্যমান ছিল এবং এখনো আছে।

আমিরুল মুমিনিন আলী (আ.)-এর মহান ফযিলতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইসলামি ইতিহাসে আলী ইবনে আবি তালিব (আ.) ছাড়া এমন কেউ নেই, যিনি রুকু অবস্থায় মহান আল্লাহর রাস্তায় দান করেছেন। তিনি আরও বলেন, মহান আল্লাহ নবী (সা.)-কে বলেছেন যে, ইমাম আলী (আ.)-এর ভেলায়াত বা অভিভাবকত্বের বাণী যদি মানুষের কাছে না পৌঁছে দেওয়া হয়, তাহলে নবী (সা.)-এর মিশন অসম্পূর্ণ থেকে যাবে।

বিশিষ্ট শিয়া মারজায়ে তাকলীদের সংযোজন, মহান আল্লাহ ইমাম আলী (আ.)-এর ভেলায়াত বা কর্তৃত্বের বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তাগিদ করেছেন, তবুও কিছু মানুষ আল্লাহর বাণীর বাস্তবতা উপলব্ধি করতে চায় না।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজী হাওয়া ইলমিয়্যাহ’র তরুণ আলেমদের রূহানি পোশাক পরিধান ও পাগড়ি প্রদানের বিশেষ এই অনুষ্ঠানে তাদের উদ্দেশ্য বলেন, আজকের পর থেকে তোমাদের দায়িত্ব আরও কঠিন হয়ে গেল, আর এর মাধ্যমে প্রমাণিত হয় যে, রূহানি পোশাক বিশেষ প্রভাবের অধিকারী। ইমাম জামান (আ.)-এর সৈন্যদের পোশাস পরিধানের তাওফিক লাভের জন্য ছাত্রদের উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা -এ কথা উল্লেখ করে তিনি বলেন, হয়তো অনেকেই এই পোশাক পরতে চায়, কিন্তু তারা সফল হয়না, আল্লাহ্ তোমাদেরকে এই তাওফিক দিয়েছেন।

হাওযা ইলমিয়্যাহ-এর উচ্চতর শিক্ষার এই এই বর্ষীয়ান শিক্ষক বলেন, তরুণ আলেমদের আজ থেকে একজন নতুন মানুষ হওয়ার জন্য চেষ্টা চালানো উচিত। অন্যদের সাথে তোমাদের আচরণ আজ থেকে পরিবর্তন হওয়া উচিত, যাতে লোকেরা বুঝতে পারে যে তুমি আজ থেকে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছো।

শিয়া মারজা তাকলীদ সবশেষে উল্লেখ করেছেন, মহান আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য এই প্রার্থনা করি যাতে এই পোশাকের সম্মান রক্ষায় তোমরা সামর্থ হও। আর, এটি মহান আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। সুতরাং, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ কর।#176S