‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১১ ফেব্রুয়ারী ২০২৪

৬:৩৯:০৬ PM
1436818

গাজায় ইসরাইলি বোমাবর্ষণে ইসমাইল হানিয়ার ছেলে নিহত: রিপোর্ট

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার এক ছেলে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিমান হামলায় নিহত হয়েছেন। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে ইরানের প্রেস টিভি জানিয়েছে, গতকাল (শনিবার) গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালালে ২২ বছর বয়সি হাজিম হানিয়া নিহত হন।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে,  গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত হানিয়ার নিজস্ব বাড়িসহ গাজায় এই হামাস নেতার আত্মীয়-স্বজনের ঘরবাড়িতে বহুবার বিমান হামলা চালিয়েছে দখলদার সেনারা। এসব হামলায় ইসমাইল হানিয়ার অন্তত ১৪ আত্মীয় নিহত হয়েছেন।

ইসমাইল হানিয়া কাতারে অবস্থিত হামাসের প্রবাসি দপ্তরের দায়িত্ব পালন করছেন। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠাসহ অন্যান্য ইস্যুতে বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক দেনদরবারে ব্যস্ত রয়েছেন।

এদিকে ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের শহর রাফাহতে অভিযান চালানোর যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। সংগঠনটি বলেছে, সমস্ত উপত্যকার বেশিরভাগ মানুষ এখন রাফাহ শহরে অবস্থান করছে। কাজেই সেখানে হামলা হলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে এবং লাখ লাখ মানুষ হতাহত হবে। হামলা হলে সে দায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে নিতে হবে বলে জানিয়েছে হামাস। #

342/