‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২ এপ্রিল ২০২৪

২:০৬:৪৩ PM
1448478

খ্রিস্টান নারী পর্যটকদের ওপর ইহুদিবাদী শিশুদের হামলা; ক্ষেপলেন নেটিজেনরা

খ্রিস্টান পর্যটকদের ওপর হামলা করছে ইহুদিবাদী শিশুরা এবং তাদের এই ন্যক্কারজনক কাজে উৎসাহ দিচ্ছে প্রাপ্তবয়স্ক ইহুদিবাদীরা- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইহুদিবাদী শিশুদের এমন আচরণে বেশিরভাগ মানুষ অবাক হলেও যারা ইহুদিবাদী স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত তারা বলছেন, ইহুদিবাদী স্কুলগুলোতে খুব অল্প বয়স থেকেই অ-ইহুদি মানুষদের প্রতি ঘৃণা শেখানো হয়। ভাইরাল হওয়া ভিডিও'র শেষাংশেও দেখা যাচ্ছে খ্রিস্টান পর্যটকদের ওপর হামলার পর বড়রা তাদের প্রশংসা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে এই ভিডিওটি প্রকাশ করে জনি ইউটিডি নামের একজন লিখেছেন, 'অন্য যেকোনো সমাজে পুরুষরা যদি এভাবে নারীদের ওপর হামলা করতো তাহলে তা অবিলম্বে বন্ধ করা হতো! কিন্তু জায়নবাদীরা যা খুশি তাই করতে পারে এবং যাকে খুশি আঘাত করতে পারে। তাদের লোকজন এই কুৎসিত বিষয়টাকে সমর্থন করছে। এটা অবিশ্বাস্য!'

অন্য আরও অনেকেই এই ভিডিও সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইহুদিবাদী শিশুদের এই আচরণের তীব্র সমালোচনা করেছেন।#

342/