‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৪ এপ্রিল ২০২৪

১:৪৯:১৭ PM
1449004

ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা

ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটি এবং ইসরাইলের মধ্যাঞ্চলীয় আশদোদ শহরে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার সন্ত্রাসী বাহিনী যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা।

গতকাল (বুধবার) ইরাকের ইসলামি প্রতিরোধকামী সংগঠনগুলো এক বিবৃতিতে  জানিয়েছে, ইসরাইলের একেবারে উত্তরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটিতে তারা গতকাল ড্রোন দিয়ে প্রথম হামলা চালায়। এই বিমান ঘাঁটিতে ইসরাইলের যুদ্ধবিমান এবং গানশিপ রাখা হয়।

বিবৃতিতে তারা আরও বলেছে, ফিলিস্তিনের নারী, শিশু এবং বৃদ্ধ জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা গতকাল দ্বিতীয় হামলা চালায় ইসরাইলের আশদোদ শহরে। সেখানকার গুরুত্বপূর্ণ একটি টার্গেটে হামলা চালানোর জন্যও ইরাকে প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার বিরুদ্ধে বর্বর আগ্রাআসন ও গণহত্যা চালিয়ে আসছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।#

342/