‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৫ এপ্রিল ২০২৪

২:১৮:০০ PM
1449222

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত; শহীদের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৯১

গাজার নিরপরাধ জনগণের ওপর রক্তপিপাসু ইসরাইলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (শুক্রবার) বলেছে, অবরুদ্ধ গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৯১ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে ৫৪ জন প্রাণ হারানোয় এই সংখ্যা বেড়ে মোট ৩৩ হাজার ৯১ জনে দাঁড়ালো। এছাড়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৭৫ হাজার ৭৫০ জন আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরে নিরুপায় মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায়  বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরাইল।#

342/