‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ এপ্রিল ২০২৪

৫:২২:২০ PM
1450768

হামাস নেতার ছেলেদের হত্যা ইসরাইলের বর্বরতার নতুন প্রমাণ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার ছেলেদের ওপর বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল নতুন করে তাদের বর্বরতার স্বাক্ষর রেখেছে।

গতকাল (বুধবার) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় একথা বলেছেন তিনি। গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে শহীদ করে।

ইরানি প্রেসিডেন্ট এই হত্যকাণ্ডের নিন্দা জানান এবং শহীদ পরিবারের সদস্য প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, "নিঃসন্দেহে এই অপরাধ ইহুদিবাদীদের বর্বর এবং শিশু-হত্যার মানসিকতাকে আরো স্পষ্ট করে তুলেছে।" হানিয়াকে পাঠানো বার্তায় রায়িসি বলেন, ইসরাইলের দখলদার সরকার "পতনের চোরাবালি" থেকে নিজেকে বাঁচাতে যেকোন পদক্ষেপ নিতে দ্বিধা করছে না।

ইসমাইল হানিয়া শাহাদাতের এই ঘটনায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন, তার তিন ছেলে এবং নাতিদের শাহাদাতের জন্য মহান আল্লাহ কবুল করেছেন। ইসমাইল হানিয়া আরো বলেছেন, “এই রক্ত এবং বেদনা থেকে আমরা ফিলিস্তিনি জাতির জন্য নতুন আশা ও নতুন ভবিষ্যৎ নির্মাণ করবো, আমরা আমাদের জাতির জন্য মুক্তি ছিনিয়ে আনবো। গাজার জনগণের এই দুঃসময়ে আমার ছেলেরা ফিলিস্তিনি জনগণের সাথে গাজা উপত্যকাতেই ছিল; তারা গাজা ছেড়ে চলে যায়নি।#

342/