আজ (সোমবার) এক বিবৃতিতে দখলদার বাহিনী বলেছে, রাফার পূর্বাঞ্চলে বসবাস করা বেসামরিক মানুষদের নিকটস্থ সুনির্দিষ্ট ‘মানবিক এলাকায়’ চলে যেতে বলা হচ্ছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পূর্ব রাফা থেকে সেখানে অবস্থানরত ফিলিস্তিনি বাসিন্দা এবং আশ্রয়প্রার্থীদের অবিলম্বে আল-মাওয়াসি শহরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। এ নির্দেশের পর অনেকেই তাদের শেষ আশ্রয়স্থল থেকে প্রাণপণ ছুটছে। তারা কোথায় যাচ্ছেন কেউ বলতে পারেন না।
প্রায় ১৫ লাখ ফিলিস্তিনির আশ্রয় নেওয়া রাফায় শহরে হামলার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারকে বারবার সতর্ক করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো। ইসরাইলি সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, রাফায় ইসরাইলি বাহিনী অনুপ্রবেশ করে হামলা চালালে সেখানে ‘রক্তগঙ্গা’ বয়ে যাবে।
এদিকে, আজ (সোমবার) রাফায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। হামাসের রকেট হামলায় তিন ইসরাইলি সেনা নিহতের জেরে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী- গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।#