আহলে বাইত (আ.) বার্তা সংস্থা
(আবনা): স্থানীয় সূত্রগুলোর তথ্যের ভিত্তিতে, একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে লক্ষ্য
করে চালানো সন্ত্রাসী অভিযানে ৬ জন শিয়া মুসলিম হতাহত হয়েছে।
প্রতিবেদন বলা হয়েছে, পেশোয়ার থেকে পারাচিনারের উদ্দেশে রওনা হওয়া একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সিপাহে সাহাবার সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ২ জন আরোহী শহীদ এবং অপর ৪ জন আহত হয়েছে।
মহররম মাসের প্রাক্কালে এ হামলা চালানো হয়েছে, হামলায় হতাহত সকলে পারাচিনারের বাসিন্দা শিয়া মুসলিম।
বলাবাহুল্য, বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় শিয়াদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সন্ত্রাসী উগ্র গোষ্ঠীগুলো। এতে বহু সংখ্যক শিয়া ব্যক্তিত্বসহ শত শত শিয়া মুসলিম শহীদ হয়েছেন।
তাকফিরি সন্ত্রাসী গ্রুপগুলোর হামলার বিপরীতে এদেশের শিয়াদের সুরক্ষা ও নিরপত্তার দাবিতে দেশটির শিয়া সমাজ বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও অনশন পালন করলেও পাকিস্তান সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ গৃহীত হয় নি।#176