‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৪ নভেম্বর ২০২৪

৭:৩১:১৭ PM
1501301

ইরানের বিরুদ্ধে দু:সাহসিক পদক্ষেপের পরিণতির ব্যাপারে ইসরাইলকে তুরস্কের সতর্কতা

পার্সটুডে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ব্যাপারে দু:সাহসিক কোনো পদক্ষেপের পরিণতি সম্পর্কে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন।

হাকান ফিদান গতকাল দৈনিক হুররিয়াতকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি দেন। তিনি বলেন: ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানের পরমাণু স্থাপনায় কোনোরকম দু:সাহসী পদক্ষেপ চালালে তার পরিণতি হবে ভয়ংকর। সেরকম পদক্ষেপের ফলে অন্যান্য দেশেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়: ফিদান গাজা যুদ্ধ পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন: ইসরাইল গাজাবাসী ফিলিস্তিনীদেরকে জোরপূর্বক মিশরে সরিয়ে দিতে চায় এবং পশ্চিম তীরের অধিবাসীদেরকে জর্দানে চলে যেতে বাধ্য করতে চায়। তারা তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আরও বিনষ্ট করে পুরো এলাকাকে অস্থির করে তুলতে চায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ফিলিস্তিন প্রতিরোধের সাথে আলোচনায় নেতানিয়াহুর ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন: ইসরাইল তার সামরিক লক্ষ্য চরিতার্থ করার জন্য আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে মূলত সময়ক্ষেপণ করতে চায়।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন ফিদান। তিনি বলেন: আলোচনায় সম্মত হবার পেছনে ফিলিস্তিনি প্রতিরোধের লক্ষ্য হলো ইসরাইলি অপরাধ বন্ধ করা।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এরইমধ্যে ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের যে-কোনো দুঃসাহসিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।#

342/