বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত আইএনও-২০২৪ নামের দ্বিতীয় আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে ইরানি ছাত্রদের টিম সেরা টিম হিসেবে স্বর্ণ-পদক লাভ করে।
পার্স-টুডে জানিয়েছে, ইস্ফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা সূর্যের আলোকে কাজে লাগিয়ে পানি বা হাইড্রোজেন থেকে পরিচ্ছন্ন জ্বালানী উৎপাদনের প্রকল্প উপস্থাপন করে প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার খাতে সেরা টিমের পুরস্কার অর্জন করে।
ন্যানো প্রযুক্তি খাতের নানা ধরনের বৈজ্ঞানিক ও বাণিজ্য প্রকল্প নিয়ে এই অলিম্পিয়াডে অংশ নেয় থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং ও তাইওয়ান। হাইড্রোজেন থেকে তৈরি পরিচ্ছন্ন জ্বালানী গ্রিন হাউস গ্যাস ছড়ানো ছাড়াই নানা ক্ষেত্রে ব্যবহার উপযোগী।
ইরানের ন্যানো প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক সংস্থার প্রস্তাবে অলিম্পিয়াড ন্যানো প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এ প্রস্তাব এশিয়া ও বিশ্ব পর্যায়ে ব্যাপক সাড়া অর্জন করেছে। #
342/