https://bn.abna24.com/x9qYV৮ ডিসেম্বর ২০১৭ - ০২:২৯ News ID 871509 সেবা ইউরোপের সংবাদ Home সেবা ইউরোপের সংবাদ সচিত্র সংবাদ; অস্ট্রিয়ায় ঈদে মিলাদুন্নাবি (স.) পালিত ৮ ডিসেম্বর ২০১৭ - ০২:২৯ News ID: 871509 আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (স.) ও তাঁর বংশধারার ষষ্ঠ পুরুষ ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী।