২৪ ফেব্রুয়ারী ২০২৩ - ১২:০৫
ইরাকের উন্নয়ন ও অগ্রগতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে ইরান: আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাকের সঙ্গে তার দেশের ‘বেগবান ও কার্যকর’ আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, প্রতিবেশী দু’টি দেশের উচিত নিজেদের মধ্যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সংসদীয় সেক্টরে সহযোগিতা আরো শক্তিশালী করা।

ইরানের শীর্ষ কূটনীতিক দু’দিনের বাগদাদ সফরকালে গতকাল (বৃহস্পতিবার) ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসির সঙ্গে এক সাক্ষাতে একথা বলেন। আমির-আব্দুল্লাহিয়ান জানান, ইরাকের উন্নয়ন ও অগ্রগতির প্রতি ইরান বিশেষ গুরুত্ব দিয়েছে। এ অবস্থায় দু’দেশের উচিত একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়া।

ইরাক ও ইরানের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার ওপরও গুরুত্ব আরোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীর সঙ্গে ইরানের সীমান্ত শহর শালামচে এবং ইরাকের রাজধানী বাগদাদের সঙ্গে ইরানের কেরমানশাহ শহরের রেলওয়ে সংযোগ স্থাপিত হলে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে।

সাক্ষাতে ইরাকের পার্লামেন্ট স্পিকার হালবুসি বলেন, ইরানের সঙ্গে পার্লামেন্টারি সহযোগিতা শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাগদাদ।

ইরাকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বুধবার দু’দিনের সফরে বাগদাদ পৌঁছেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন ও পার্লামেন্ট স্পিকার হালবুসিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন।#

342/