









আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত বুধবার(৩১ অক্টোবর) রাতে ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চল্লিশা উপলক্ষে ঢাকাস্থ মোহাম্মাদপুর শিয়া মসজিদ সংলগ্ন ইমামবাড়িতে ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের চেহলুম (চল্লিশা) উপলক্ষে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আহলে বাইত (আ.) এর ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা ও মাসায়েব পরিবেশন করেন মোহাম্মাদ পুর শিয়া মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ নাকি ইমাম।#