আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের ‘সুরখ রুদ’ জেলার অন্তবর্তী একটি গ্রামে চুনের কারখানায় কর্মরত ৭ শিয়া শ্রমিককে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাত অস্ত্রধারীরা।
স্থানীয় এক প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, নিহত ব্যক্তিরা হাজার সম্প্রদায়ের এবং বামিয়ান প্রদেশের বাসিন্দা।
নাঙ্গারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র ‘আতাউল্লাহ খুগিয়ান’ জানিয়েছেন: আগ্রাসী সন্ত্রাসীরা নৃশংসভাবে ঐ শ্রমিদেরকে হত্যা করে। গত বুধবার (৩ মার্চ) রাতে সুরখ রুদ জেলার ‘বাভালি’ গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটায় অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা।
নাঙ্গারহার প্রদেশের গভর্নর ‘জুমআ গুল হিম্মতে’র ভাষ্যানুযায়ী, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ, বর্তমানে আটককৃত ঐ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
নাঙ্গারহার হাসপাতালের মুখপাত্র ‘গুল জাদে সাঙ্গার’ জানিয়েছেন: নিহত শ্রমিকদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। যা থেকে স্পষ্ট হয়, গুলি করে হত্যা করার আগে হতভাগ্য ঐ শ্রমিকদের উপর হাত বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে।
কোন দল এ হামলার দায় স্বীকার না করলেও আফগানিস্তানের প্রেসিডেন্ট ‘আশরাফ গনি’ আফগানিস্তানের তালেবান জঙ্গীরা এ হামলার সাথে জড়িত বলে জানিয়েছেন।
প্রেসিডেন্টের ঐ বিবৃতিতে বলা হয়েছে: তালেবান আবার তাদের নৃশংসতার মাধ্যমে প্রমাণ দিয়েছে। তারা শান্তি ও সন্ধি চায় না বরং তারা দেশের নিরপরাধ জনগণকে হত্যা করতে চায়।
প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসের শুরুতে দায়েশের (আইএসআইএস) সাথে সম্পৃক্ত একটি সন্ত্রাসী গ্রুপ পাকিস্তানে একটি খনি শ্রমিকদের ক্যাম্পে হামলা চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক খনি শ্রমিককে নৃশংসভাবে হত্যা করে। হতভাগ্য ঐ শ্রমিকরা সকলেই হাজারা সম্প্রদায়ের এবং শিয়া মাজহাবের অনুসারী।
মহানবি (স.) এর আহলে বাইতের (আ.) মাজহাবকে অনুসরণ করার অপরাধে বারংবার এ ধরনের অমানবিক হত্যাকাণ্ডের শিকার হয় হাজারা সম্প্রদায়ের শিয়ারা।#176