‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

৯ মে ২০২১

১০:১১:৫২ AM
1139162

ভারতে একদিনে ফের ৪ লাখেরও বেশি করোনা সংক্রমণ, ৯ লাখেরও বেশি রোগী অক্সিজেন সাপোর্টে

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন সংক্রমিত হয়েছেন। এনিয়ে একটানা পরপর চারদিন দৈনিক ৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হলেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ৪ লাখ ৩ হাজার ৭৩৮ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ৪ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৩৬২ জন করোনা রোগীর মৃত্যু হলো।  

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে ৯ লাখেরও বেশি করোনা রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছে। তিনি বলেন, দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার ৮৪২ জন রোগী ভেন্টিলেটরে রয়েছে। অক্সিজেন সাপোর্টে রয়েছে ৯ লাখ ২ হাজার ২৯১ জন রোগী। মোট রোগীর ১.৩৪ শতাংশ আইসিইউতে এবং ৩.৭০ শতাংশ রোগী অক্সিজেন সহায়তায় রয়েছে।    

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৪০৪ জন। বর্তমানে ৩৭ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে ১ লাখ ২৫ হাজার ১৬৪ জন সক্রিয় রোগী চিকিৎসাধীন আছেন। রাজ্যটিতে ২৪ ঘণ্টার মধ্যে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ২০৩ জনে দাঁড়াল।   

এদিকে, বিশ্বের প্রথম সারির মেডিক্যাল জার্নাল ‘দি ল্যানসেট’-এ করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থ হয়েছে বলে তীব্র সমালোচনা করা হয়েছে। ‘দি ল্যানসেট’-এর সাম্প্রতিক সংস্করণের সম্পাদকীয়তে বলা হয়েছে, ভারত সরকার কোভিড পরিস্থিতি মোকাবিলার চেয়ে ট্যুইটারে সমালোচনামূলক মন্তব্য মুছতে বেশি জোর দিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা বন্ধ করার এই প্রচেষ্টা ‘ক্ষমার অযোগ্য’। 

ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের একটি জরিপের  কথা উল্লেখ করা হয়েছে ওই সম্পাদকীয়তে। তাদের দাবি, আগামী ১ আগস্ট নাগাদ ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াবে কমপক্ষে ১০ লাখ। পত্রিকাটির মতে, এই আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে বলতে হবে সেই  বিপর্যয়ের সম্পূর্ণ দায় কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের। দ্বিতীয় ঢেউয়ের আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার ধর্মীয় অনুষ্ঠানের সম্মতি দিয়েছে। বহু মানুষের জমায়েতে রাজনৈতিক সভা করে প্রশাসন তাদের বেপরোয়া মনোভাবের প্রমাণ দিয়েছে বলেও এতে মন্তব্য করা হয়েছে। #

342/