আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ‘রাহিম হায়াত কোরেশি’ এবং পাক পার্লামেন্টের দুই সদস্য ‘নাভেদ কামার’ ও ‘রানা মুহাম্মাদ কাসেম নুন’সহ দূতাবাসের পদস্থ কর্মকর্তারা ইরানের মাশহাদ শহরে অবস্থিত অষ্টম ইমাম হজরত ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.)-এর মাজার যেয়ারত করেছেন।
যেয়ারত শেষে মেহমানগণ ইমাম রেজা (আ.)-এর মাজারে যায়েরদের জন্য প্রস্তুতকৃত তাবারক গ্রহণ করেন এবং আস্তানায়ে কুদসে রাজাভি’র পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন হাদিয়াও প্রদান করা হয়।#176


