‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

১ জুন ২০২১

১০:০০:৪১ AM
1146422

এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী আমি দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আমি দেখিনি! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লীতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেন, ‘এটা কেন্দ্রীয় সরকার প্রতিশোধমূলক আচরণ। বিজেপি রাজ্যে হেরেছে। এ জন্য ওঁরা এ সব করছেন। ওঁরা ভোট পরবর্তী সহিংসতার  কথা বলে চিৎকার করছেন। ওরা জাতীয় মানবাধিকার কমিশনে গেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। কিন্তু আমরা তো কোনও ভোট পরবর্তী হিংসা দেখতে পাইনি। আমরা জনসেবার জন্য, ‘ইয়াস’ এবং করোনা পরিস্থিতিতে আলাপনের মেয়াদ বৃদ্ধি করেছিলাম। তাতে কেন্দ্র সিলমোহরও দিয়েছিল।’    

মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বর্তমান কাজকর্মের বিরদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বিরোধী দলগুলোর মুখ্যমন্ত্রীদেরও একজোট হওয়া উচিত। বিজেপি সরকার, কোভিড, অর্থনীতি ইত্যাদি সামলাতে ব্যর্থ হয়েছে। বিজেপি স্বৈরাচারীর মতো আচরণ করছে।’

রাজ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পরবর্তী অবস্থা নিয়ে গত (শুক্রবার) কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর ডাকা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকা নিয়ে বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা ও প্রচারণা চালানো হয়। একইসঙ্গে ওই ঘটনার পরপরই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লীতে বদলি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী আজ ওই ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হন।

অন্যদিকে, আজ একই ইস্যুতে সংবাদ সম্মেলন করে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘দিল্লির বদলির নির্দেশ কী আইনসঙ্গত?  মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে স্পষ্ট বলেছেন, এই নির্দেশ বিধিসম্মত নয়। কোভিড পরিস্থিতিতে এমন পদক্ষেপ গ্রহণ করা ঠিক নয়।’ বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত চলছে বলেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্তব্য করেন।#   

342/