‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৬ নভেম্বর ২০২১

১১:৫৯:১৫ AM
1195999

অযাচিত ব্যক্তিদের তালেবানের কাতার থেকে বহিষ্কার করুন: আখুন্দজাদা

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তালেবান নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। তার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে তালেবান প্রধানমন্ত্রীর দপ্তর এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : টুইটার বার্তায় বলা হয়েছে, মোল্লা আখুন্দজাদা তালেবান গোষ্ঠী থেকে অযাচিত ব্যক্তিদের বের করে দেয়ার জন্য তালেবান কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “যাদের সংশোধন হওয়ার কোনো আশা নেই তাদেরকে বাছাই করে তালেবানের কাতার থেকে বের করে দিতে হবে।”

মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তালেবানের কোনো গ্রুপের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কোনো কাজ হয়ে যায় তাহলে ওই গ্রুপের কমান্ডারকে এজন্য জবাবদিহী করতে হবে এবং তার কোনো অজুহাত গ্রহণ করা হবে না।

তালেবান নেতা এমন সময় তার গোষ্ঠী থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের বের করে  দেওয়ার আহ্বান জানালেন যখন এই কাজ করার জন্য সম্প্রতি একটি কমিশন গঠন করেছে তালেবান। তালেবানের কাতার থেকে তাদের আকিদা-বিশ্বাস বহির্ভুত ব্যক্তিদের বের করে দেওয়া ওই কমিশনের দায়িত্ব। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কোনো কোনো তালেবান কমান্ডারের পক্ষ থেকে আফগান জনগণের অধিকার লঙ্ঘনের খবর প্রকাশিত হয়েছে।#

342/