আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কিছুক্ষণ আগে কাবুলের পশ্চিমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী ঐ মাইক্রোবাস লক্ষ্য করে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে আরোহীরা আক্রান্ত হয়। আরোহীদের কেউ অক্ষত নেই বলে জানা গেছে। তবে কোন কোন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে এ হামলায় আরোহীদের এক বা একাধিক ব্যক্তি নিহতও হতে পারে।
প্রসঙ্গত, দাশতে বারচি’র গুলায়ী মাহতাব কালআ এলাকাটি কাবুলের পশ্চিমে অবস্থিত শিয়া অধ্যুষিত একটি এলাকা।#176






