‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৩ এপ্রিল ২০২২

৮:৩৩:৪৫ AM
1250685

বিশ্বকুদস দিবস উপলক্ষে কার্টুন অঙ্কন প্রতিযোগিতা + রেজিস্ট্রেশন ফর্ম

বিশ্ব কুদস দিবস ১৪৪৩ উপলক্ষে আন্তর্জাতিক কার্টুন অঙ্কন প্রতিযোগিতার আয়োজিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রমজান-১৪৪৩ হিজরী বর্ষের বিশ্ব কুদস দিবস উপলক্ষে আন্তর্জাতিক কার্টুন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ইমাম খোমেনি (রহ.) বলেছেন: ‘বিশ্ব কুদস দিবস; একটি ইসলামি দিবস’

ইমাম খামেনেয়ী (হাফি.) বলেছেন: ইনসাফের সাথে বলতে গেলে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আমাদের কার্টুন অঙ্কন বিভাগ যথেষ্ঠ তৎপর। যে সকল যুবকরা এ ক্ষেত্রে সচেষ্ট রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের কর্তব্য।

এই ফেস্টিভল আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা)-এর উদ্যোগে এবং ফিলিস্তিনি জনগণের ইসলামী বিপ্লব বিষয়ক পরিষদ (ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের অধিভুক্ত), শহীদ ফাজেল স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (ইরাক), তিয়ার আল-ওয়াফা আল-ইসলামী (বাহরাইন), ইসলামী বিপ্লব আর্ট সেন্টার (ইরান) এবং ইসলামী শিল্প বিষয়ক ওয়েব সাইটের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

বিষয়:

এ ফেস্টিভল, জায়নবাদী ইসরাইলের সাথে বিভিন্ন আরব ও ইসলামি দেশের সম্পর্ক স্বাভাবিক করণে বিশ্ব সাম্রাজ্যবাদ অক্ষের প্রচেষ্টা এবং চলতি বছর নাকাবা দিবস ও বিশ্ব কুদস দিবস কাছাকাছি সময়ে হওয়ায় দু’টি বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে;

১. ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করণে কিছু কিছু আরব নেতাদের বিশ্বাসঘাতকতা।

২. নাকাবাহ দিবসের দূর্ভাগ্য (ইসরাইলের প্রতিষ্ঠা ও ফিলিস্তিনের জনগণের ঘরছাড়া হওয়ার দিন)।

 

কমিটির প্রধান:

বিশিষ্ট বিপ্লবী শিল্পী ও কার্টুনিস্ট, অধ্যাপক "সৈয়দ মাসউদ শোজায়ী তাবাতাবাই" বিশ্ব কুদস দিবসের আন্তর্জাতিক কার্টুন ফেস্টিভলের তৃতীয় সংস্করণের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

নীতিমালা:

১. একজন কার্টুনিস্ট এক বিষয়ে সর্বোচ্চ ৩টি কার্টুন প্রেরণ করতে পারবেন।

২. প্রেরিত কার্টুনের ফাইলটি অবশ্যই A4 সাইজে, jpg ফরম্যাটে এবং 300 dpi রেজুল্যুশনে হতে হবে।

৩. অঙ্কন পদ্ধতি উন্মুক্ত থাকবে।

৪. কার্টুন প্রেরণের সময় অবশ্যই নিম্নোক্ত গাইডলাইন ফলো করতে হবে এবং ফাইলের নাম ইংরেজিতে লিখতে হবে:

কার্টুনিস্টের পুরো নাম, কার্টুনের ক্রমিক নাম্বার, কান্ট্রিকোডসহ মোবাইল নাম্বার, যেমন : Amir Amiri01-+989120000000.jpg

৫. অঙ্কিত কার্টুন অবশ্যই ফেস্টিভলের রেজিস্ট্রারারে ইমেইলে এ্যাটাচ পূর্বক প্রেরণ করতে হবে।

৬. ফেস্টিভলে অংশগ্রহণের জন্য অবশ্যই নির্ধারিত ফর্ম পূরণ এবং নিজের ছবি ও কার্টুনসহ ইমেইল করতে হবে।

৭. রেজিস্ট্রারারের অফিস ফর্ম প্রেরণকারীকে কার্টুনের স্বত্বাধিকারী হিসেবে জানবে। এর বিপরীত কিছু প্রমাণিত হল, প্রেরিত কার্টুন অগ্রহণযোগ্য বলে পরিগণিত হবে।

৮. প্রেরিত কার্টুন অবশ্যই অন্য কোন প্রতিযোগিতায় বিজয়ী হলে চলবে না। এমন কিছু প্রমাণিত হলে, প্রেরিত কার্টুন প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে ঘোষিত হবে এবং বিজয়ী অংশগ্রহণকারীদের মধ্যে থাকলে প্রদত্ত পুরস্কার ফেরত নেয়া হবে।

৯. উভয় বিষয়ে প্রেরিত কার্টুন পাশাপাশি রেখে বিচারকগণ বিচার করবেন।

১০. প্রেরিত কার্টুনের সর্বস্বত্ব রেজিস্ট্রারের জন্য সংরক্ষিত থাকবে।

১১. অংশগ্রহণকারী সকল কার্টুনিস্টকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সনদ প্রদান করা হবে।

১২. কার্টুন প্রেরণ করলে, প্রতিযোগিতার সকল নীতিমালা কার্টুনিস্ট মেনেই তা প্রেরণ করেছেন বলে বিবেচিত হবে।

 

পুরস্কার

প্রথম পুরস্কার : সন্মানসূচক ডিপ্লোমা ও ১৫০০ ইউরো

দ্বিতীয় পুরস্কার : সন্মানসূচক ডিপ্লোমা ও ১০০০ ইউরো

তৃতীয় পুরস্কার : সন্মানসূচক ডিপ্লোমা ও ৭০০ ইউরো

 

কার্টুন প্রেরণ:

১. প্রেরণের সময়সীমা: ২১ শে জুন ২০২২ পর্যন্ত।

২. যেভাবে পাঠাতে হবে: [email protected] ইমেইলে অঙ্কিত কার্টুন, নির্ধারিত ফর্ম ও ছবি প্রেরণ করতে হবে।

রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করার জন্য নীচের লিংকে ক্লিক করুন।

Download Form

 

রেজিস্ট্রারের অফিসের সাথে যোগাযোগ;

যেকোন প্রকার মতামত ও পরামর্শ ও ফাইল প্রেরণে সমস্যা সমাধানের জন্য নিম্নের পদ্ধতির যেকোন একটি ব্যবহার করা যেতে পারে:

ল্যান্ড ফোন: +982532131320 (বিডি টাইম সকল ৯:৩০ থেকে বিকেল ৩: ৩০ পর্যন্ত)

মোবাইল : +9809122530366

ফেস্টিভলের ওয়েব সাইট: https://arts.fa.abna24.com/p/cartoon-quds-1443

ইমেইল : [email protected]

#176