‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২০ অক্টোবর ২০২২

৭:২৫:৪৭ PM
1315650

দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল সিরিয়া সফরে করছে। সফরে প্রতিনিধিদলের সদস্যরা বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে যুদ্ধ চাপিয়ে দেয়ার পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধিদল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করল।

গাজা উপত্যকায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপ প্রধান খলিল আল-হাইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি  বলেন, তাদের এই ঐতিহাসিক সফরের ফলে আরব বিশ্বে প্রতিরোধ সংগ্রামের স্পৃহা আবার জাগ্রত হবে।

হাইয়া বলেন, “আল্লাহ চাইলে আমরা এখন থেকে আবার আগের সম্পর্কে ফিরে যাব।” তিনি বলেন, হামাস সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইল বা আমেরিকার যেকোনা আগ্রাসনের বিরোধী।সিরিয়া সরকারের সঙ্গে হামাস আবার আগের সম্পর্কে ফিরে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবারের সাক্ষাতের পর আল-হাইয়া বলেন, প্রেসিডেন্ট আসাদ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে আজকের দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তিবিশেষের কারণে সিরিয়ার সঙ্গে হামাসের সম্পর্কে যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল তা দূর করতে একমত হয়েছে হামাস ও দামেস্ক।

২০১১ সাল পর্যন্ত সিরিয়ার রাজধানী দামেস্কে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদরদপ্তর অবস্থিত ছিল। বিদেশি মদদে ওই যুদ্ধ শুরু হওয়ার পর সে দপ্তর গুটিয়ে কাতারের রাজধানী দোহায় স্থানান্ত করা হয়েছিল। হামাসের প্রতিনিধিদলের প্রধান হাইয়া বলেন, এখন থেকে আবার দামেস্কে সংগঠনটির দপ্তর পুনরায় চালু করা হবে।#

342/