‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৮ নভেম্বর ২০২২

৪:০৪:১৬ PM
1324254

পশ্চিমবঙ্গে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হওয়ায় চাঞ্চল্য

ভারতের কেন্দ্রীয় সরকারের দু’জন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে গ্রেফতারি পরওয়ানা জারি হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পর এবার অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

২০১৯ সালের নির্বাচনে অনুমতি না নিয়ে মোটরবাইক মিছিলের অভিযোগে মামলা হয়। আদালতের নির্দেশে বক্সিরহাট থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় ১৫ নভেম্বর সমন পাঠানো হলেও হাজিরা দেননি মন্ত্রী। এরপরেই জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত।   

এ প্রসঙ্গে আজ (শুক্রবার) বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘রোজই তো মিছিল হয় কোথাও না কোথাও। তৃণমূল কোনো অনুমতি নেয় না। এজন্য গ্রেফতারি পরোয়ানা মন্ত্রীকে! আমি জানি না- কী কোর্ট চলছে এখানে! বিরোধী দলের লোক যদি করে তাকে গ্রেফতার করতে হবে, মন্ত্রীকে! উনি উত্তর দেবেন কোর্টে গিয়ে। উনি কেন্দ্রীয় মন্ত্রী। সময় নিয়ে নেবেন। যখনই ডাকবেন তখনই তো যাওয়া সম্ভব নয়। তার আইনজীবী কথা বলে নিশ্চয় আদালতকে বোঝাবেন বিষয়টা।’  

তুফানগঞ্জ আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, ২০১৯ সালের ৪ এপ্রিল বক্সিরহাট থানার ঠেটারপাট এলাকা থেকে একটি শোভাযাত্রা করেন জন বারলা ও অন্যরা। বিনা অনুমতিতে এই শোভাযাত্রা হয়। তুফানগঞ্জ ২ ব্লক থেকে জন বার্লা ও অন্য তিন জনের নামে মামলা হয়। বাকিরা জরিমানা দেন। জন বার্লাকে সমন পাঠায় আদালত। ১৫ নভেম্বর জন বার্লাকে আদালতে হাজির থাকতে বলা হয়। কিন্তু তিনি নিজে আদালতে উপস্থিত ছিলেন না। এমনকি তার আইনজীবীও আসেননি। এরপর বিচারক জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় বক্সিরহাট থানার পুলিশকে।  

এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পর আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গ্রেফতারি পারোয়ানা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল সৃষ্টি হয়েছে। ওই বিষয়ে জন বার্লা বলেন, তিনি আইনের পথে লড়বেন। কুচবিহার জেলা বিজেপি সভাপতি  সুকুমার রায় বলেছেন, আইন আইনের পথে চলবে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের নেতাদের আটকানোর চেষ্টা করছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ক্রিমিনালের দল বিজেপি। আইন অনুযায়ী নেতাদের জেলে ঢুকিয়ে রাখা উচিত।  

এর আগে পুরোনো দু’টি চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের  বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। গত ১১ নভেম্বর বিচারক ওই গ্রেফতারি পরওয়ানা জারি করেন। ১১ নভেম্বর ওই মামলার শুনানি ছিল। কিন্তু মন্ত্রী নিশীথ প্রামাণিক হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।#   

342/