২০ নভেম্বর ২০২২ - ১৯:২৯
লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সৌদি আরব: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেইখ নাবিল কাউক বলেছেন, লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি হস্তক্ষেপ হচ্ছে সবচেয়ে খারাপ হস্তক্ষেপ।

তিনি আজ (রোববার) আরও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যেসব বৈঠক হয়েছে তাতে এটা প্রমাণিত একক কোনো টিম প্রেসিডেন্ট বাছাই করতে পারবে না, এ ক্ষেত্রে সমঝোতা করতেই হবে।

নাবিল কাউক বলেন, আমরা এমন প্রেসিডেন্ট চাই যিনি প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না অথবা দেশে বিশৃঙ্খলা ও বিভক্তির জন্ম দেবে না।

লেবাননের হিজবুল্লাহর এই নেতা বলেন, লেবাননে আলোচনা ও সমঝোতার পথে প্রধান বাধা হচ্ছে সৌদি দূতাবাস। প্রতিরোধ সংগ্রামীরা নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি জোরদারের পথ পরিহার করবে না বলে জানান এই নেতা।

এক মাসে ছয় বার চেষ্টা চালিয়েও লেবাননের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট বাছাই করতে ব্যর্থ হয়েছেন।#   

342/