‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৫ ডিসেম্বর ২০২২

৩:৫৮:৩৮ PM
1328853

'ইরানের প্রতিরোধের মুখে বিদেশি বিমানবাহী রণতরী হাজার মাইল দূরে'

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পারস্য উপসাগরীয় এলাকায় ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী উপস্থিতি পারস্য উপসাগরে বিদেশি বিমানবাহী রণতরীগুলোর প্রবেশ ঠেকিয়ে দিয়েছে। গতকাল রোববার বুশেহর শহরে এক বৈঠকে তিনি একথা বলেন।

জেনারেল বাকেরি বলেন, গত দুই বছরে বিদেশি কোনো বিমানবাহী রণতরী পারস্য উপসাগরে প্রবেশ করেনি। এমনকি যেসব রণতরী পারস্য উপসাগরে মোতায়ন করা ছিল সেগুলো এখান থেকে চলে গেছে এবং এখন তারা হাজার মাইল দূরে অবস্থান করে।

তিনি পারস্য উপসাগরকে কৌশলগত অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, ইরান ছাড়া এই কৌশলগত অঞ্চলের অস্তিত্বের কোনো অর্থ নেই।

জেনারেল বাকেরি বলেন, ইরানের শত্রুরা স্বীকার করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে পারস্য উপসাগরে তাদের উপস্থিতি বিপজ্জনক। তিনি বলেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ইরানের সামরিক বাহিনী দেশের বিরুদ্ধে যেকোন ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সক্ষম।

ইরানের সেনাপ্রধান আরো বলেন, ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির বিচক্ষণ নেতৃত্ব ও পারস্য উপসাগরীয় এলাকায় ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী উপস্থিতির কারণে শত্রুরা এই অঞ্চলে এখন কিছুই করতে পারে না।

ইরানের সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করেছে।#

342/