‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৮ ডিসেম্বর ২০২২

৬:১২:৪৩ PM
1331855

গাড়িচাপা দিয়ে ২ ফিলিস্তিনি যুবককে হত্যা করল এক ইসরাইলি অভিবাসী

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে চলন্ত গাড়ি দিয়ে আঘাত করে দুই ফিলিস্তিনি ভাইকে হত্যা করেছে একজন ইসরাইলি অভিবাসী।ওই উগ্র ইহুদিবাদী দুই ফিলিস্তিনি যুবককে গাড়িচাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এক ভাই ঘটনাস্থলে এবং অপর ভাইকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ ঘটনার বর্ণনা দিয়ে বলেছে, পশ্চিম তীরের নাবলুস শহরের জাতারা চেকপয়েন্টের কাছে গতকাল (শনিবার) গাড়ি থামান ২৮ বছর বয়সি ফিলিস্তিনি যুবক মুহাম্মাদ ইউসুফ মুতাইর। গাড়ির টায়ার ঠিক করার জন্য রাস্তার পাশে গাড়ি পার্ক করেন মুতাইর। এ সময় গাড়িতে থাকা তার ভাই ২৪ বছর বয়সি মুহান্নাদও গাড়ি থেকে নেমে আসেন। গাড়ির ভেতরে তখন পরিবারের আরো সদস্যরা অবস্থান করছিলেন। এ অবস্থায় একজন উগ্র ইসরাইলি ওই দুই ফিলিস্তিনি ভাইকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় কর্মকর্তা জাকারিয়া ফাইয়ালা বলেন, এ ঘটনায় মুহাম্মাদ ঘটনাস্থলই নিহত হন এবং মুহান্নাদকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, “ইহুদিবাদী অভিবাসীরা আমাদের জনগণের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।” তিনি আরো বলেন, তেল আবিবে একটি নয়া ডান-পন্থি সরকার গঠিত হতে যাওয়ার একই সময়ে দখলদাররা ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা চালানোর উস্কানি পাচ্ছে।#

342/