‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৮ ডিসেম্বর ২০২২

৫:৪৫:৪৯ PM
1334091

শিগগিরি ইরানকে সুখোই এস ইউ-৩৫ জঙ্গিবিমান দেবে রাশিয়া

রাশিয়া শিগগিরি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে কয়েক ডজন সুখই এসইউ৩৫ জঙ্গিবিমান সরবরাহ করবে।

এর মাধ্যমে পশ্চিমা শত্রুতামূলক অবস্থানের মুখে ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর হবে।

সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া নিকট ভবিষ্যতে ২ ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের ২৪টি সুপার ম্যানুভারাবল বিমান সরবরাহ করবে ইরানকে। ধারণা করা হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমানবাহিনী ইস্পাহান শহরের টেকনিক্যাল এয়ার বেইজে এই বিমানের কয়েকটি মোতায়েন করা হবে।

১৯৯০ এর দিকে ইরান রাশিয়া থেকে অল্প কিছু সংখ্যক মিগ-টোয়েন্টি নাইন বিমান কিনেছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে ইরানের বহরে নতুন কোনো যুদ্ধবিমান যুক্ত হয়নি।

ইরানের বিমান বাহিনীর হাতে বেশিরভাগই মার্কিন নির্মিত এবং পরবর্তীতে আধুনিকায়ন করা এফ- ফোর ফ্যান্টম টু, এফ-ফোরটিন টম ক্যাট এবং এফ-ফাইভ ই/ এফ টাইগার টু মডেলের বিমান রয়েছে। এসব বিমান ইসলামি বিপ্লব সফল হওয়ার আগে মার্কিন সমর্থিত পাহলভী সরকার কিনেছিল।#

342/