‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১০ জানুয়ারী ২০২৩

৪:১৩:৪৭ PM
1337495

ইরান আঞ্চলিক কোনো সীমান্তের ভূ-রাজনৈতিক পরিবর্তন মানবে না

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ককেশাস অঞ্চলের কোনো দেশের সীমানার ভূ-রাজনৈতিক কোনো পরিবর্তন তেহরান মানবে না এবং বাইরের যেকোন শক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে।

গতকাল (সোমবার) তুরস্কের আনাতোলিয়া শহরে এশীয় সংসদীয় পরিষদ বা এপিএ'র ত্রয়োদশ অধিবেশনের অবকাশে আযারবাইজানের জাতীয় সংসদের স্পিকার সাবিহা গাফারোভার সঙ্গে বৈঠকের সময় একথা বলেন বাকের কলিবফ।

রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংসদের বিভিন্ন ক্ষেত্রে তেহরান-বাকু দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে ইরানের সংসদ স্পিকার আরো বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিকোণ থেকে প্রতিবেশী আযারবাইজানের বিশেষ গুরুত্ব রয়েছে এবং দুই দেশই সম্পর্ক আরো গভীর করা প্রয়োজন বলে মনে করে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সুসম্পর্ক রয়েছে। আঞ্চলিক নিকটবর্তী দেশগুলো একে অপরের সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে। এ ক্ষেত্রে বাইরের কোনো দেশকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ দেয়া উচিত নয়।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা কোনভাবেই আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিবর্তন মেনে নেব না।"

বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আযারবাইজানের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব আরোপ করেন সাবিহা গাফারোভা। তিনি বলেন, যে উপাদানগুলো দুই দেশকে এতটা ঘনিষ্ঠ হতে সহযোগিতা করেছে তা শুধুমাত্র ভৌগলিক সম্পর্ক নয় বরং দুটি দেশ মুসলিম এবং ইরানের বিপুল সংখ্যক মানুষ আযারবাইজানের ভাষায় কথা বলেন। আযারবাইজানের স্পিকার জোর দিয়ে বলেন, তার দেশ শান্তি ও নিরাপত্তাকে সমর্থন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা চায়।#

342/