‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৫ জানুয়ারী ২০২৩

৫:১১:৫৮ PM
1338632

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে ব্রিটিশ সরকারের বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা ইস্যুসহ অন্যান্য বিষয়ে ব্রিটিশ সরকারের অপ্রচলিত হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

মন্ত্রণালয়ে সাইমন শেরেক্লিফের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক।

রাষ্ট্রদূতকে ওই ইরানি কর্মকর্তা বলেন, ব্রিটিশ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা ইরানের জাতীয় নিরাপত্তা ইস্যুতে যেসব বক্তব্য দিয়েছেন তা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গতকাল (শনিবার) তেহরানের একটি কারাগারে ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনায় ইরানের নিন্দা জানিয়ে বক্তব্য দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিসহ অনেক পদ্স্থ কর্মকর্তা।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, আলীরেজা আকবারির সঙ্গে ব্রিটিশ সরকার অপ্রচলিত সম্পর্ক স্থাপন করেছিল যাতে ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।তিনি বলেন, ইরানের বিচার বিভাগ দেশটির আইন অনুযায়ী যেকোনো নাগরিকের বিচার করতে পারে এবং এ ব্যাপারে তেহরান কারো অনুমতি নেবে না।#

342/