‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৯ জানুয়ারী ২০২৩

৫:০৬:০৬ PM
1342041

ইরানি মিলিটারি ওয়ার্কশপে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করল সামরিক বাহিনী

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি মিলিটারি ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) সকালে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায়।মন্ত্রণালয় জানিয়েছে, ইস্পাহান শহরের একটি মিলিটারি ওয়ার্কশপ কমপ্লেক্সের ওপর ছোট ছোট ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয় তবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলতার সঙ্গে সে প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, ব্যর্থ এই হামলায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে একটি ওয়ার্কশপের ছাদে সামান্য ক্ষতি হয়েছে। হামলার পরও সামরিক কমপ্লেক্সে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শত্রুদের এই ধরনের অন্ধ হামলার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখা যাবে না।#

342/