‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২০ ফেব্রুয়ারী ২০২৩

২:৪২:৪৪ PM
1347713

ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য ‘জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ’ প্রয়োজন

সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করার জন্য ‘জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ’ নেয়ারও আহ্বান জানিয়েছে ওই মন্ত্রণালয়।

রোববার ভোররাতে দামেস্কের বেশ কয়েকটি আবাসিক ভবনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় আগ্রাসী ইহুদিবাদী ইসরাইল।তাৎক্ষণিকভাবে ওই হামলায় সিরিয়ার পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়। পরে সিরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, হামলায় নিহতদের মধ্যে রয়েছেন একজন ফার্মাসিস্ট, একজন কার্ডিওলজিস্ট এবং একজন প্রকৌশলী।

এ সম্পর্কে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববারই এক বিবৃতিতে বলেছে, সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পে আহতদের উদ্ধার, নিহতদের দাফন ও আন্তর্জাতিক ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে তখন রাজধানী দামেস্কের আবাসিক ভবনগুলোতে হামলা  চালিয়ছে তেল আবিব। বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, বন্দর ও বিমানবন্দরগুলোতে তেল আবিবের হামলা নতুন কিছু নয়। তবে এবার তারা এমন সময় এ হামলা চালিয়েছে যখন সিরিয়া ভূমিকম্পে বিধ্বস্ত ও বিপর্যস্ত।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়া ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। কাজেই সিরিয়ার মাটিতে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।

বিবৃতিতে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি যাতে তারা আবার একই ধরনের হামলা চালানোর সাহস না পায়।#

342/