বিক্ষোভককারীরা রাজধানী বার্লিনের ব্রান্ডেনবার্গ গেইটে জড়ো হন এবং তারা শান্তির পক্ষে স্লোগান দিয়ে ইউক্রেনে সংঘাত অবসানের আহ্বান জানান।
বিক্ষোভের আয়োজনকারী রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, জার্মান সরকার রাশিয়াকে ধ্বংসের জন্য চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় মস্কোর নেতাদের শান্তি আলোচনায় বসানোর জন্য জার্মানির সরকারকে উদ্যোগ নেয়ার কথা বলেছেন বিক্ষোভের আয়োজকরা। গতকালের এই বিক্ষোভ সমাবেশকে জার্মানিতে শক্তিশালী শান্তি আন্দোলনের সূচনা বলে ঘোষণা দেন তারা।
বিক্ষোভ মিছিলের আয়োজকরা জানান, প্রায় পঞ্চাশ হাজার মানুষ গতকালের এই সমাবেশে অংশ নিয়েছেন। আয়োজকরা আগেই ঘোষণা দিয়েছিলেন- শান্তির পক্ষে যারাই আছেন তারা খোলা মন নিয়ে এই বিক্ষোভ মিছিলে যোগ দিতে পারেন।#
342/