‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ মে ২০২৩

৮:৩৮:০২ AM
1363413

নিশ্চিতভাবে সিরিয়া শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে: প্রেসিডেন্ট রায়িসি

সিরিয়া এবং প্রতিরোধ অক্ষের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, নিশ্চিতভাবে সিরিয়া তার শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

তিনি সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা ও দেশটির সরকারি টেলিভিশন- সিরিয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সিরিয়ায় দু’দিনের সফরের শেষদিনে প্রেসিডেন্ট রায়িসির এ সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং গতকাল (শনিবার) তা প্রচার করা হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিনীরা সিরিয়ার খনিজ সম্পদ লুট করতে দেশটির একাংশ দখল করে রেখেছে কারণ সন্ত্রাসবাদের মাধ্যমে সম্পদ লুট করা সম্ভব হচ্ছিল না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সিরিয়া কোনো দরিদ্র দেশ নয় বরং এটির রয়েছে বিপুল জনশক্তি, কৃষি ও ভূগর্ভস্থ খনিজ সম্পদ যা দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করার ক্ষমতা রাখে।

রায়িসি বলেন, আমেরিকাসহ কিছু পশ্চিমা দেশ ও ইসরাইল মিলে সিরিয়াকে সামরিকভাবে দুর্বল করতে ব্যর্থ হয়ে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দিয়েছে। কিন্তু সিরিয়ার জনগণ প্রতিরোধের মাধ্যমে শত্রুদের এই নীলনকশা ব্যর্থ করে দেবে। হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়া সঠিক পথে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় প্রতিরোধ অক্ষের সম্মুখভাবে সিরিয়া অবস্থান করছে বলে প্রেসিডেন্ট রায়িসি মন্তব্য করেন। তিনি সিরিয়া থেকে মার্কিন ও তুর্কি সেনা প্রত্যাহারের আহ্বান জানান।#

342/