‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ মে ২০২৩

১১:৩৬:৪০ AM
1364899

গণতান্ত্রিক স্লোগানের আড়ালে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী: কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আমেরিকা গণতান্ত্রিক স্লোগানের আড়ালে অস্ত্রের ব্যবসা করছে। নাসের কানয়ানি আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী বলে মন্তব্য করেন।

তিনি আজ এক টুইট বার্তায় বলেন: ২০২২ সালে আমেরিকা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৪২টি দেশে অস্ত্র বিক্রি করেছে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, বাইডেন সরকারের প্রথম অর্থবছরে ২০ হাজার ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। এ ছাড়াও স্বৈরাচারী হিসেবে পরিচিত বিশ্বের অন্তত ৮৪টি দেশের মধ্যে ৪৮টি দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে আমেরিকা।

ওয়াশিংটনের দাবি আর বাস্তবতার প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: তাদের শ্লোগান গণতান্ত্রিক মূল্যবোধের। কিন্তু রপ্তানি করে যুদ্ধ, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের অস্ত্র।

কানয়ানি চাফি আরও বলেন: আমেরিকার এই পরস্পরবিরোধী আচরণ বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। স্বয়ং আমেরিকারই একটি সংস্থা ইন্টারসেপ্টের অনলাইনে জানানো হয়েছে, তাদের তদন্ত অনুযায়ী শীতল যুদ্ধের পর থেকে এ পর্যন্ত আমেরিকাই বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রের বিক্রেতা। এক বছরে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির শতকরা ৪০ ভাগ আমেরিকাই সরবরাহ করে বলে ইন্টারসেপ্ট জানায়।#

342/