‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৬ মে ২০২৩

১২:২০:৪৯ PM
1366165

ইরান ও হিজবুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন হামাস নেতা ইসমাইল হানিয়া

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের পলিটব্যুরো নেতা ইসমাইল হানিয়া। তিনি রোববার এক বিবৃতিতে ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহকেও ধন্যবাদ জানান।

ইসরাইলি আগ্রাসনের মুখে গাজার সবগুলো প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে জয়েন্ট অপারেশন্স রুম গঠন করার বিষয়টিকেও স্বাগত জানান হানিয়া। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টগুলোর সম্মিলিত প্রচেষ্টার কারণেই ইহুদিবাদী ইসরাইল তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি একইসঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করার জন্য মিশর, কাতার ও জাতিসংঘকে ধন্যবাদ জানান। ওই তিন পক্ষের প্রচেষ্টায় শনিবার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং পাঁচ দিনের ইসরাইলি আগ্রাসনের অবসান ঘটে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা তার বিবৃতিতে আরো বলেন, প্রতিরোধ ফ্রন্টগুলো জয়েন্ট অপারেশন্স রুম গঠন করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এবং এর ফলে তাদের প্রতিরোধ শক্তি সবার সামনে স্পষ্ট হয়েছে।

হানিয়া বলেন, দখলদার ইসরাইল  এবারের আগ্রাসনে বেছে বেছে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখার কমান্ডারদের হত্যা করেছে। তাদের টার্গেট ছিল অন্য কোনো প্রতিরোধ আন্দোলন যেন ইসলামি জিহাদের পাশে না দাঁড়ায় এবং প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে যেন বড় রকমের বিরোধ ছড়িয়ে পড়ে। কিন্তু প্রতিরোধ ফ্রন্টগুলো নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে শত্রুর সে ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে।#

342/