‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৭ মে ২০২৩

৯:৩৭:৩৯ AM
1366433

হুমকি ও বলদর্পী আধিপত্যের বিরুদ্ধে ইরান-রাশিয়া ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধভাবে হুমকি এবং বলদর্পী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এজন্য রাশিয়াসহ মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং সমন্বয় জোরদার করা হবে।

হাবিবুল্লাহ সাইয়্যারি আরো বলেন, আঞ্চলিক নিরাপত্তার প্রতি বিশ্ব বলদর্পী শক্তির হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিকল্প নেই।

ইরানের এ সামরিক কমান্ডার বলেন, “আমরা আধিপত্য সৃষ্টি করতে চাই না এবং কোনো দেশের ওপর হামলা করতে চাই না। কিন্তু বলদর্পী আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এ অঞ্চলে নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে এবং আমাদের মধ্যে ঐক্য ও সমন্বয় থাকতে হবে। পাশাপাশি একে অন্যের অভিজ্ঞতা ব্যবহারের প্রয়োজন রয়েছে, তাতে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে।”

বৈঠকে রাশিয়ার নৌ বাহিনীর কমান্ডার ইন-চিফ অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভও দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। ইরান এবং রাশিয়ার নৌবাহিনীর মধ্যে গত কয়েক বছরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং বেশ কয়েকটি যৌথ নৌমহড়া পরিচালনা করেছে।#

342/