‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ মে ২০২৩

২:৫১:৫১ PM
1367269

বেশিরভাগ ইসরাইলি মনে করে গাজার যুদ্ধে ইসরাইল হেরে গেছে!

এক জনমত জরিপে দেখা গেছে, অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের বেশিরভাগ নাগরিক মনে করেন গাজার সাম্প্রতিক ৫ দিনের যুদ্ধে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে পরিপূর্ণভাবে হেরে গেছে তেলআবিবের শাসকগোষ্ঠী! ইসরাইলি দৈনিক হারেৎজ-এর এক প্রবন্ধে দৈনিক মা'রিভ-এ প্রকাশিত ওই জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে।

ওই প্রবন্ধে বলা হয়েছে, সব সংগ্রামী ফিলিস্তিনি আন্দোলন ও দলই ইহুদিবাদী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংস বা বিলুপ্তি চায়। অপেক্ষাকৃত বেশি সামরিক শক্তি ও অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও ৫ দিনের এই যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় বা প্রাধান্য  ফুটে উঠেছে। আর এ বিষয়টি বোঝা যায় যুদ্ধ বিরতি মেনে নিতে ইসরাইলের বাধ্য হওয়া থেকেই। কারণ ইসরাইল ফিলিস্তিনিদের প্রতিরোধ থামানোর ক্ষমতা রাখলে কখনও যুদ্ধ-বিরতি মেনে নিত না!  বিলাসী ও আরামপ্রিয় ইসরাইলিরা ফিলিস্তিনিদের মত ত্যাগ স্বীকারে রাজি নয় বলে ভবিষ্যৎ যে কোনো সংঘাতে ইসরাইলের পরাজয় অনিবার্য বলে প্রবন্ধে মন্তব্য করা হয়েছে।  

ইসরাইলি দৈনিক মারিভ-এ বলা হয়েছে শতকরা ৫৫ দশমিক ৭ শতাংশ ইহুদিবাদী মনে করেন ইসরাইলি সেনারা গাজার সাম্প্রতিক যুদ্ধে কোনো সাফল্য বা বিজয় অর্জনে সক্ষম হয়নি এবং শক্তিশালী প্রতিরোধ সংগ্রাম এখনও টিকে আছে।  অবশ্য জরিপে অংশগ্রহণকারী ৩২ দশমিক এক শতাংশ ইসরাইলি মনে করে ইসরাইলি সেনারা এই যুদ্ধে বিজয় অর্জন করেছে। 

ইহুদিবাদী ইসরাইল যে ঘরে-বাইরে নানা সংকটে জর্জরিত তা এখন কেবল প্রতিরোধ আন্দোলনের দাবি নয়, ইসরাইলি সংবাদ মাধ্যমগুলোও তা স্বীকার করছে। ঘরোয়া রাজনৈতিক সংকট থেকে ইসরাইলিদের দৃষ্টি অন্য দিকে ফেরাতে নেতানিয়াহু গাজার ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে জিহাদ আন্দোলনের শর্ত মেনে যুদ্ধ বিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। এটা স্পষ্ট ইসরাইলের চূড়ান্ত পতন ক্রমেই ঘনিয়ে আসছে এবং তা অসাধারণ গতিতেই এগিয়ে আসছে।   আসলে বর্ণবাদী ও অবৈধ কোনো অস্তিত্বকে বলদর্পিতা বা গায়ের জোরে কোনো এক জাতির ওপর সুদীর্ঘকাল ধরে চাপিয়ে রাখা যায় না।  #

342/