‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২০ মে ২০২৩

৬:২৮:২৯ PM
1367319

পাকিস্তানে শিয়া হত্যার নতুন কৌশল; ৫ দিনের ব্যবধানে পিতা ও পুত্র নিহত

পাকিস্তানি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পিত হামলায় পাঁচ দিনের ব্যবধানে পিতা ও পুত্রের প্রাণহানি হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের পারাচেনারে সন্ত্রাসী হামলার ঘটনার পর, করাচীতে আবারও শিয়াদের বিরুদ্ধে টার্গেট কিলিং শুরু হয়েছে; এবার পাঁচ দিনের ব্যবধানে একই পরিবারের দুজনের প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের করাচীর কোরাঙ্গি এলাকায় এক যুবক ও তার কয়েকদিন পর তার বাবাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।

নিহতদের মধ্যে একজন, সৈয়দ সফদর শাহ; করাচীর কোরাঙ্গিতে বসবাসকারী একজন সক্রিয় শিয়া নেতা; যিনি তিনজন অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে জিন্নাহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার মাত্র পাঁচ দিন আগে কোরাঙ্গিতে সশস্ত্র হামলার শিকার হয়ে প্রাণ হারান সৈয়দ সাফদর শাহের ছেলে সৈয়দ আজহার রাজাভি। পুলিশ কর্মকর্তারা এ হত্যাকাণ্ডকে ডাকাতি বলে মনে করছে।

দুটি হত্যাকাণ্ডের পর পরই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ থেকে বুঝা যায়, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী শিয়াদের বিরুদ্ধে টার্গেট কিলিংয়ের ধরন পরিবর্তন করেছে, আর নিরাপত্তা কর্মকর্তারা এরূপ সন্ত্রাসী হামলাকে ডাকাতি বলে চালিয়ে দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ রিজওয়ান রাজাভির চাচা সৈয়দ সফদর শাহ, কোরাঙ্গি অঞ্চলের মুসলিম ঐক্য পরিষদের দায়িত্বে ছিলেন।

পাকিস্তান মুসলিম ঐক্য পার্টি শিয়াদের বিরুদ্ধে এমন টার্গেট হত্যার নিন্দা জানিয়েছে এবং এই হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে স্বচ্ছ তদন্ত দাবি জানিয়েছে।#176