গতকাল (রোববার) জাতিসংঘ সাধারণ
পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কের উদ্দেশ্যে তেহরান
ছাড়ার আগে এক সাক্ষাৎকারে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। তিন দিনের জন্য
তিনি নিউইয়র্ক সফরে গেছেন এবং আশা করা হচ্ছে তিনি জাতিসংঘের সাধারণ
পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে ইরান আশা করে- আন্তর্জাতিক এ সংস্থা বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা, শান্তি এবং ন্যায় বিচারের জন্য তার প্রতিশ্রুত ভূমিকা যথাযথভাবে পালন করবে। জাতিসংঘের পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নেয়া হবে তা অবশ্যই স্বাধীন, ন্যায্য এবং বৈষম্যহীন হতে হবে। এই সিদ্ধান্তে কোনভাবেই বড় শক্তিগুলোর প্রভাব থাকতে পারবে না।
নিউইয়র্ক সফরের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট রায়িসি বলেন, এই সফরের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইরানের সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্রেসিডেন্ট রায়িসি জানান, শত্রুর পক্ষ থেকে যে অপপ্রচার চালানো হয় তার জবাব দেয়ার বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি বিভিন্ন গণমাধ্যমের কাছে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে দেশের বাস্তবতা তুলে ধরবেন বলে জানান।#
342/