‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৯ অক্টোবর ২০২৩

৩:৫২:৩৬ AM
1399108

মুসলমানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে;

উগান্ডায় রসুলে আকরাম (সা.)-এর জন্মদিবস উদযাপিত

রসুলে আকরাম (সা.)-এর জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার (মাজমা) মহাসচিব আয়াতুল্লাহ রামাজানী উগান্ডায় সফর কালে অঞ্চলটির গভর্নর আম্মার আব্দুল কাদির কর্তৃক আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করেন এবং  উচ্ছ্বাসিত জনতার সমাবেশে উপস্থিত হন।

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বার্তা সংস্থা (আবনা)- উগান্ডা থেকে: মুসলমানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উগান্ডার মায়ুগে অঞ্চলে শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর জন্মদিবস উদযাপিত হয়েছে।

স্থানীয় রীতি অনুযায়ী দেশীয় সুরে সংগীত পরিবেশনের মাধ্যমে রহমতের নবীর (আ.) জন্মদিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার (মাজমা) মহাসচিব আয়াতুল্লাহ রামাজানী, অঞ্চলটির গভর্নর আম্মার আব্দুল কাদির কর্তৃক আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করেন এবং উচ্ছ্বাসিত জনতার সমাবেশে উপস্থিত হন। অভ্যর্থনায় স্থানীয় সুর এবং মুহাম্মদ (সা.) এবং তাঁর বংশধরের প্রতি দরুদ পাঠ হওয়ায় তা একটি বিশেষ মুহূর্তের সৃষ্টি করে।


আয়াতুল্লাহ রামাজানী উগান্ডার জনগণের মাঝে দেয়া বক্তব্যে, উগান্ডায় প্রকৃত ধর্মীয় শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, নবীর (সা.) আখলাক (নৈতিকতা) ও জীবনচরিত আমাদের জীবনের পথের বাতি।

আয়াতুল্লাহ রামাজানীর উপস্থিতিতে, এই অনুষ্ঠানে নারীদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে গঠিত আয-যাহরা ইন্সটিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এছাড়াও আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব, ওহাবী গোষ্ঠীর হাতে শাহাদাতবরণকারী শহীদ আব্দুল কাদিরের সমাধি জিয়ারত করেন এবং মরহুমের উচ্চ মাকামের জন্য দোয়া করেন।#176