৭ ডিসেম্বর ২০২৩ - ১৪:৪০
১০০ দিন পরও গাজায় কোনো লক্ষ্যই হাসিল করতে পারবে না ইসরাইল: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা নাবিল কাউক বলেছেন, একশ' দিন যুদ্ধ করার পরও গাজায় কোনো লক্ষ্যই হাসিল করতে পারবে না ইসরাইল।

হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের এই সদস্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের চলমান যুদ্ধ প্রসঙ্গে আরও বলেন, ইসরাইল দুই মাসে গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তিনি আরও বলেন, গাজা একা নয়। প্রতিরোধ সংগ্রামীরা গাজাকে একা ছেড়ে দেবে না। এ প্রসঙ্গে তিনি গাজার সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সাগরে প্রতিরোধ এবং ইরাক থেকে মার্কিন স্বার্থে আঘাত হানার কথা তুলে ধরেন।

হিজবুল্লাহ নেতা বলেন, লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা গাজার সমর্থনে প্রথম থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হিজবুল্লাহ এক চোখ নিবদ্ধ রেখেছে দক্ষিণ লেবাননে আরেক চোখ গাজায়।

তিনি আরও বলেন, হিজবুল্লাহ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে এবং গাজায় আগ্রাসনের অর্থ হচ্ছে লেবাননে আগ্রাসন চালানো।#

342/