আজ সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, কিছু বুদ্ধিজীবী বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এসময় বিএনপি নেতাদের গ্রেফতার নিয়ে কৃষিমন্ত্রীর দেয়া বক্তব্যে তার ব্যক্তিগত মতামত বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ভ্রান্ত রাজনীতির কারনে, বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে।
সোমবার সকালে, কুষ্টিয়া শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলার উন্নয়নে তারুন্যের প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন নামের নাটকের অভিনেতা ও দর্শক উভয়ই আওয়ামী লীগ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে হানিফ বলেন, দিশেহারা ব্যাক্তি বা গোষ্ঠী কি বলে তা আমলে নেয়ার কিছু নেই। হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে কোন প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি এখন আর কোন রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।#
342/