১২ জানুয়ারী ২০২৪ - ০৭:২৪
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার প্রকাশনা বিভাগের স্টল (সচিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হাওযা ইলমিয়া’র "মিশকাত" প্রদর্শনী ৭ থেকে ১২ জানুয়ারী নাগাদ প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ইরানের কোম শহরের গুলযারের শোহাদার নিকটবর্তী ইমাম খোমেনী (রহ.) কমপ্লেক্সে এ প্রদর্শনী আয়োজিত হচ্ছে। এতে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রকাশনা বিভাগসহ ৮০টিরও বেশি সংস্থা অংশগ্রহণ করছে।#176