‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৬ ফেব্রুয়ারী ২০২৪

৫:১৩:০৪ PM
1435823

৬৬ হাজার-টন বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায়

গাজা উপত্যকার সরকারী তথ্য অফিস এক বিবৃতিতে জানিয়েছে, জায়নবাদীরা অবরুদ্ধ গাজায় ৬৬ হাজার-টন বোমা ও বিস্ফোরক-দ্রব্য ফেলেছে, এর ফলে বাড়িঘর, ধর্মীয়-প্রতিষ্ঠান এবং বহু প্রাচীন-নিদর্শন ধ্বংস হয়ে গেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জায়নবাদী শাসকদের আক্রমণে এ পর্যন্ত ধ্বংস হওয়া আবাসিক ভবনের সংখ্যা ৩৬০,০০০।

ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে: ৬৬ হাজার-টন বোমা ও বিস্ফোরক-দ্রব্য নিক্ষেপের কারণে এ পর্যন্ত ধ্বংস হয়েছে ২০০টি প্রাচীন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক স্থান, ৩৯৫টি স্কুল ও বিশ্ববিদ্যালয় এবং ৪৪৭টি মসজিদ ও ৩টি গির্জা।

এই স্বল্প-সময়ের ব্যবধানে জায়নবাদী শাসকগোষ্ঠী গাজায় ২,৩২৫ বার হামলা ও অপরাধযজ্ঞ চালিয়েছে, এর ফলে ১২,০০০ শিশু, ৪,১৯০ জন নারী, ৩৩৯ জন চিকিৎসক ও চিকিৎসা কর্মী, ৪৬ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও ১২২ জন সাংবাদিকসহ মোট ২৭,২৩৮ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছে। জায়নবাদীদের হামলায় নিখোঁজ রয়েছে অন্তত ৭,০০০ জন এবং আহত হয়েছে ৬৬,৪৫২ জন।

৩০টি হাসপাতাল ও ৫৩টি স্বাস্থ্য কেন্দ্র ধ্বংস ও বন্ধ হয়ে গেছে এবং ১২২টি অ্যাম্বুলেন্সকে আক্রমনের লক্ষ্যবস্তু করা হয়েছে।

চিকিৎসক ও হাসপাতালকে আক্রমনের লক্ষ্যবস্তু করার কারণে ১০,০০০ ক্যান্সার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। প্রতিষ্ঠানটি আরও সতর্ক করে বলেছে যে, গাজা উপত্যকায় চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার অভাবের কারণে ঝুঁকিতে থাকা অন্তঃসত্ত্বা মহিলার সংখ্যা ৬০,০০০ জন।

গাজা সরকারের তথ্য অফিস আরও ঘোষণা করেছে যে বর্তমানে ৪,০০০০০ এরও বেশি ফিলিস্তিনি পূর্ণ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে।#176K